Warning: file_get_contents(http://www.bing.com/search?q=কেউ+কেউ+কথা&first=): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 400 Bad Request in /var/www/html/wp-includes/function.php on line 547

Warning: file_get_contents(http://www.bing.com/search?q=কেউ+কেউ+কথা&first=): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 400 Bad Request in /var/www/html/wp-includes/function.php on line 547
[PDF] á Free Read ☆ কেউ কেউ কথা রাখে : by Mohammad Nazim Uddin Á

[PDF] á Free Read ☆ কেউ কেউ কথা রাখে : by Mohammad Nazim Uddin Á


 • Title: কেউ কেউ কথা রাখে
 • Author: Mohammad Nazim Uddin
 • ISBN: 9789848729823
 • Page: 135
 • Format: Hardcover

 • , , ,
  Mohammad Nazim Uddin
  MOHAMMAD NAZIM UDDIN Bengali is a writer and Translator of than 26 novelsHis original works are NEMESIS, CONTRACT, NEXUS, CONFESSION,JAAL, 1952 nichok kono number noy, KARACHI, RABINDRANATH EKHANE KOKHONO KHETE ASENNI and KEU KEU KATHA RAKHE These six Thriller novels are highly acclaimed by the readers.


  Commentaires:

  সালমান হক
  বইটার নামটা কেমন যেন একটু অন্যরকম না? সাধারণত থ্রিলার এর সাথে এরকম নাম যায় না। প্রেমের উপন্যাসের একটা ভাব আছে। আসলে তা নয়, থ্রিলার ই। তবে আসলেও অন্যরকম। বই এর মুখবন্ধেই লেখক বলে দিয়েছেন এটা উ [...]

  Ratul
  দুই বসা এবং এক শোওয়ায় শেষ করে ফেললাম 'কেউ কেউ কথা রাখে '। কাহিনি এক কথায় মাইন্ডব্লোয়িং, আর লেখনী এখন পর্যন্ত নাজিম ভাইয়ের সবগুলো বইয়ের মধ্যে সেরা। তবে কাহিনি বা লেখনি না, যে কারনে নাজিম ভাইকে স [...]

  Tisha
  গুডরিডসে প্রশংসার ঝড় দেখেই ‘কেউ কেউ কথা রাখে’ পড়তে আগ্রহী হই। আর সাথে থ্রিলার জনরার প্রতি প্রবল আকর্ষণের ব্যাপারটা তো আছেই। তাই এবছর বইমেলা ঘুরে কিনেই ফেললাম বইটি। শুরুটা চমৎকার ছিল, খুবই [...]

  Pranta Ghosh Dastider
  প্রথমত, এই বই একটি সামাজিক ঘটনার উপস্থাপক। দ্বিতীয়ত, (যদি টেনেটুনে বলা হয়) এটি একটি পুলিশ-খুনি স্টোরি। তৃতীয়ত, এটা নেমেসিস সিরিজ হলে আমার এভালুয়েশন অন্য হত। যেহেতু এটা তা নয়, সেহেতু বইটা পড়ার [...]

  Abu Sayed Suvo
  যুদ্ধ পরবর্তী অস্থির ও ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়ে ঘটে যাওয়া একটি খুনকে কেন্দ্র করেই পুরো উপন্যাসের বেড়ে ওটা। ১৯৭৪ সালে তিন মাসের নবো বিবাহিতা মিলির ধর্ষন ও খুনের কেসের তদন্ত পড়ে সাব ইন্সপেক্টর এ [...]

  Fariha Hossain
  Valo chilo,ektane sesh korar moto ekti boi.Kono pristhai opryojonio mone hoini.Boiti k thik "Thriller" genre te fela jaina.Shudhu thriller hishebe porle otota valo nao lagte pare,kintu shob miliye valo lagar moto.

  Nazrul Islam
  সেই ২০১৫ সালে শেষ বই পড়েছিলাম । মাঝখানে রিডার্স ব্লকের কপে পড়ে আর কিছু পড়া হয়নি । আজকে একটা কাজে গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগ্ননাথ হলে । সকাল থেকে দুপুর পর্যন্ত জগ্ননাথ হলের পুকুর পাড় [...]

  আকাশ আব্দুল্লাহ
  প্রায় ২২০ পৃষ্ঠা পর্যন্ত বইয়ে কোনো থ্রিল ছিলো না। থাকার কথাও না। বইটা আর দশটা থ্রিলারের মতো না। পুরোটাই স্মৃতিকথন। বইয়ের পাতায় পাতায় টার্ন এন্ড টুইস্ট চাইলে এই বই আপনার জন্য নয়। অস্থির ঝঞ্ [...]

  Arefin
  ১৯৭২ থেকে ৭৫, কোন এক অজানা কারণে এই পিরিয়ডটা বাংলা সাহিত্যের ২য় অন্ধকার যুগ হিসেবে দাঁড়িয়ে গেছে। সাহিত্যে এই সময়টার প্রতিফলন খুব একটা দেখা যায়না। অথচ উপাদানের কথা বিবেচনা করলে এই সময [...]

  Sami Choudhury
  এ্যাডাপ্টেশানটা মন্দ হয় নি। লেখক তার যোগ্যতানুযায়ী ছাপ রেখেছেন লেখাতে।

  তায়িবা সেঁজ্যুতি
  সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র যদি এসএম হায়দারের জন্য বইটা পড়া হয় তাহলেও মুগ্ধতা কমবে না।এস এম হায়দার কে দারুন লাগছে।

  ফরহাদ নিলয়
  স্বাধীনতা পরবর্তী এক অস্থির সময়ের কথা। বিয়ের তিন মাসের মাথায় নিজ বাসায় নৃশংসভাবে খুন হল এক তরুণী। খুন তদন্তের দায়িত্ব পড়ল ভিন্ন মত ও ভিন্ন স্বভাবের দুই পুলিশ সদস্যের উপর। খুনি কে তা বের করে [...]

  Shahed Zaman
  গত বইমেলার পর পরই বইটা পড়তে শুরু করেছিলাম, কিন্তু কয়েক পাতা পড়ার পরে সভে যখন আগ্রহ তৈরি হয়েছে তখনই বইটা হাতছাড়া হয়ে যায়। সেই আফসোস মিটল এতদিন পর। এই বই নিয়ে অনেকেই অনেক কিছু লিখেছে এবং বলেছে। [...]

  Ayon Bit
  পেশার খাতিরে হোক আর অভ্যাসের খাতিরেই হোক ঘুম ঠিক মাঝরাত ছাড়া ঠিক মত আসতে চাই না । রাত ৩টার দিকে কাজ শেষ করে টেবিল থেকে এক সাথে কেনা তিনটা বই থেকে তুলে নিয়েছিলাম এই বইটা । তার আগের বই গুলা একটু হ [...]

  Maruf Hossain
  আমার কাছে বইটা দারুণ দারুণ হতে হতেও ঠিক হয়ে উঠতে পারেনি। ভাষার গাঁথুনিটা আরও একটু ভালো করার সুযোগ ছিল বোধ হয়। আর ফিনিশিংটা একটু দুর্বল লেগেছে, দারুণ একটা টুইস্ট দিতে গিয়েও ঠিক মনমত হয়ে ওঠেনি [...]

  Zahidul
  বইটির কাহিনী মূলত দুইটি অংশে বিভক্ত। একটি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের আরেকটি এর দুই যুগ পরের। তৎকালীন সময়ের এক খুনের রহস্য নিয়ে একজন সাবেক পুলিশ সদস্য বই লিখার সময় তার চোখে ঘটনা গুলো যেভা [...]

  Henry Ratul
  অসম্ভব রকমের শ্বাসরুদ্ধকর একটা বই। শুরু থেকে একদম বইয়ের শেষ পর্যন্ত সাসপেন্স ছিল।এসএম হায়দারের রাজনীতি নিয়ে কথাগুলো একদম অন পয়েন্ট ছিল।নিঃসন্দেহে, মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা সেরা বই। [...]

  Kawsar Mollah
  এক কথায় অসাধারন। লেখনীর স্টাইল বরাবর এর মত প্রশংসনীয়।মূল ঘরানার থৃলার না হলে ও থৃলার থেকে অনেকটা এগিয়ে।হ্যাপি রিডিং :)

  Shahreen
  বইয়ের শুরুতেই বলা ছিল উপন্যাসটি লেখকের একটি নিরীক্ষাধর্মী কাজ, অন্যান্য রচনা থেকে আলাদা। পড়া শুরু করার পর থেকেই সে ব্যাপারটা বুঝতে পেরেছি। এখানে লেখকের লেখার ধরণ আমার কাছে তার অন্যান্য বই [...]

  Sayeed Shihab
  একটানে শেষ করলাম 'কেউ কেউ কথা রাখে'। কিভাবে প্রকাশ করব বুঝতে পারছি না। এমন চমৎকার কাহিনি আর লেখনীর মিশ্রণ অনেকদিন পড়িনি। সবচে ভালো লেগেছে কাহিনির প্রেক্ষাপট। ওই সময়টা নিয়ে আমাদের অনেকেরই ত [...]

  Misba Misba
  খুব সাধারণ একটা খুনের ঘটনা, যার খুনি কে জানতে পারা গেছে মোটামুটি শুরু থেকেই - কিন্তু এটাই হয়ে উঠতে পারে অন্যরকম, যদি থাকে লেখকের উপস্থাপন ভঙ্গিতে পারদর্শিতা আর ভিন্নতা কাকে বলে - সেটা জানার মত [...]

  Auyon Islam
  নাজিমউদ্দিন ভাইয়ের মৌলিক ঘরানার লেখাগুলো সুন্দর হয়। কেউ কেউ কথা রাখে বইটা পুরোপুরি মৌলিক না হলেও উনার লেখনীর সাযুজ্য ধরে রেখেছে দারুনভাবে। গল্পে খুন, খুনের টুইস্ট, রোমান্স আর সত্তর দশকের শ [...]

  Shashoto Sharif
  চমৎকার লেখনী,সমাপ্তিটাও পারফেক্ট সম্ভবত,কিন্তু এরকম আরো কিছু জিনিস আগেও দেখে এসেছি(মতান্তরে পড়ে এসেছি) বলে আগেই আন্দাজ করা গেছে।তবুও ৫ দেওয়াটা আসে।ল্যাটিন লেখকদের লেখা থ্রিলার তেমন একটা [...]

  রনককবির শ্লোক
  লেখকের জীবনের সেরা কাজের একটা।

  নাফিস অলি
  বইটা কেনার পর এক বছরের উপরে ধরা হয়নি। অবশেষে শেষ করার সুযোগ হল। বেশ উপভোগ্য ছিল পড়ার সময়টুকু। দু একটি চরিত্রের সাথে ভীষণ রকম জড়িয়ে পড়েছিলাম।

  Adnan Hassan Shovon
  Started really great.But too much "Ramzia Shehrin" in the middle.Ending was good.

  Zahidul Choyan
  অন্যরকম একটি বই! খুব ভালো লাগলো পড়ে। কাহিনী খুব ই সাধারণ। কিন্ত রাজনীতি, সামাজিক অবস্থা সবকিছুর সহাবস্থানে কাহিনী এগিয়েছে দারুণভাবে। পুরো বই একবারে বসে শেষ করে তারপরেই মনে শান্তি পেলো।

  Saleh Ahmed Mubin
  রিভিউঃকেউ কেউ কথা রাখেমোহাম্মদ নাজিম উদ্দিনবাতিঘর প্রকাশনীগায়ের মূল্যঃ দুইশত পঞ্চাশ টাকাঅস্থির ঝঞ্ছাবিক্ষুদ্ধ সময়ে ঘটে যাওয়া একটি ধর্ষন-খুনের ঘটনা নিয়ে যাত্রা শুরু করে এই উপন্যাস [...]

  Shahidul Nahid
  উম, মোটামুটি তবে মাঝখানে খেই হারিয়ে ফেলেছিলাম, নাজিম উদ্দিন ভাইয়ের এই বইটাতে যত্নের বড়ই অভাব লেগেছে আমার কাছে

  MD Noman Bhuiyan
  বইয়ের নাম- কেউ কেউ কথা রাখেলেখক- মোহাম্মদ নাজিম উদ্দীনপ্রকাশকাল- ডিসেম্বর, ২০১৫ (বাতিঘর প্রকাশনী) কাহিনী সংক্ষেপ(বইয়ের ফ্ল্যাপ থেকে)- অস্থির আর ঝঞ্ঝাবিক্ষুদ্ধ সময়ে ঘটে যাওয়া একটি খুনের রহস্ [...]

  • [PDF] á Free Read ☆ কেউ কেউ কথা রাখে : by Mohammad Nazim Uddin Á
   135 Mohammad Nazim Uddin
  • thumbnail Title: [PDF] á Free Read ☆ কেউ কেউ কথা রাখে : by Mohammad Nazim Uddin Á
   Posted by:Mohammad Nazim Uddin
   Published :2020-06-05T15:09:00+00:00